শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে দোকান ঘর দখলে নেয়ার চেষ্টা চালিয়েছে সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার সকাল সাড়ে দশটার দিকে কয়েক জন শিক্ষক দূরে দাঁড়িয়ে থেকে ৪০/৫০ জন ছাত্রীদের রাস্তায় দাঁড় করিয়ে তিনজন শ্রমিকের মাধ্যমে শামসুল হক নামে এক বৃদ্ধের দোকান ঘরের তালা ভেঙ্গে ঘরটি দখলে নেয়ার চেষ্টা চালান। দোকান মালিকের পুত্র মোঃ জিয়াউল জানান, মঠবাড়িয়া শহরের প্রাণ কেন্দ্র সরকারি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয় সংলগś ওই ঘরটিতে তার বাবা প্রায় ৫০ বছর ব্যবসা পরিচালনা করেছেন। ১৯৯৬ সালে পিরোজপুর জেলা পরিষদ থেকে তারা ডিসিআর প্রাপ্ত হন এবং সেই থেকে সরকারের খাজনাদি নিয়মিত পরিশোধ করে ভোগ দখলে আছেন। সম্প্রতি তিনি দোকান ঘর খানা মেরামত করিতে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উক্ত জমি তাদের দাবী করে বাঁধা প্রদান করলে তিনি স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দেন। কিন্তু শনিবার সকালে ছাত্রীদের রাস্তায় দাঁড় করিয়া দোকান ঘরের তালা ভেঙ্গে ঘরটি দখলের চেষ্টা করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন বলেন, শনিবার স্কুল বন্ধের দিন। ছাত্রীরা কোথা থেকে এসেছে আমার জানা নেই। তবে শামসুল হকের পুত্র দোকান ঘরটি মেরামত করতে গিয়ে স্কুলের ভিতর তিন হাত বাড়িয়ে দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.