ভালুকায় ৮’শ পিস ইয়াবাসহ আটক ২

- আপলোড সময়: ০৯:১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
- / ৩০৫ বার পড়া হয়েছে

মো:শাহিদুজ্জামান (সবুজ) ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় পুলিশের এক অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী এলাকা থেকে ৮০০ পিস ইয়াবা সহ মামুন মিয়া (৩৭) এবং মোঃ জামাল মিয়া (৫৫) কে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
আটক কৃতরা হলেন- গাজীপুর জেলার কাপাসিয়া রায়নন্দা গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে মামুন মিয়া (৩৭) ও ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আওলাতলী পশ্চিমপাড়া গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে মো. জামাল মিয়া (৫৫)।
এ ঘটনায় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই চন্দন চন্দ্র সরকার, এএসআই তানভীর হাসান এবং এএসআই শাহ আলমের সহযোগিতায় তাদের হবিরবাড়ী আওলাতলী এলাকা থেকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।