সোমবার, ২৯ মে ২০২৩, ০৩:২৮ অপরাহ্ন

মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতাকে হত্যা চেষ্টার অভিযোগে থানায় মামলা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ১.১০ পিএম
  • ৮৭ বার পাঠিত

শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ- পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ মামুন হাওলাদার (২২) কে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ছাত্রলীগ নেতা মামুনের পিতা আবুল হাসান হাওলাদার বাদী হয়ে দশজনকে আসামী করে রোববার রাতে মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানাগেছে, শুক্রবার বিকেলে ছাত্রলীগ নেতা মামুন হাওলাদার বাড়ি থেকে খালা বাড়ি যাওয়ার পথে দেবীপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগś তেমাথা নামক স্থানে বসে ওই এলাকার হাফেজ হাওলাদারের পুত্র আসলাম হাওলাদার পূর্ব শত্রæতার জের ধরে ১০/১২ জনের একটি দল নিয়ে তার উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা মামুনকে এলোপাথারী কুপিয়ে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে চলে যায়। পরে স্থানীয় লোকজন মামুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মামুনের অবস্থা গুরুত্বর হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ওই রাতেই তাকে উনśত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল মামলার সত্যতা নিশ্চিত করে বলেন আসামী গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যহত আছে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs