ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ বেলাল উদ্দিন নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে । শনিবার বেলা ১ টার সময় দমার চর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে স্হানীয় লোকজন। উদ্ধারকৃত জেলে ভোলা জেলার মনপুরা উপজেলার কান্দির পাড় গ্রামের বাসিন্দা।
জানা যায় ১৬ মাঝি মাল্লা নিয়ে এমভি সিরাজ নামে একটি মাছধরা ট্রলার সম্প্রতি হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাট থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। শুক্রবার সকালে ঘাটে ফেরার পথে দমার চর এলাকায় এলে হঠাৎ ঝড়ের কবলে পড়ে যায়। এতে মাইন উদ্দিন এবং রাফুল নামে দুই জেলে প্রাণ হারায়। নিখোঁজ হন বেলাল উদ্দিন নামে অপর এক জেলে। বাকি ১৩ মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে।জাহাজমারা ইউনিয়নের ব্যবসায়ী লুৎফুল্লাহিল মজিদ নিশান মিয়া জানান, শুক্রবারের ট্রলার দূর্ঘটনার পর থেকে স্থানীয় কয়েকটি ট্রলারের লোকজনদের উদ্ধার কাজে লাগানো হয়েছিল। যার ফলে আজ শনিবার বেলাল উদ্দিনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। এবিষয়ে হাতিয়া থানা ওসি মোঃ আমির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে বলেন নিহত জেলের বাড়ি মনপুরা উপজেলায়। মৃতদেহ তাঁর স্বজনদের নিকট বুঝিয়ে দেওয়া হবে।