মোহাম্মদ সেলিম,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:-ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার সকালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শোকর্যালি, বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ শেষে প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. তুহিনুর রহমান আবন্ত, বঙ্গবন্ধু-নীলদলের সভাপতি প্রফেসর ড. উজ্জল কুমার প্রধান, কর্মকর্তা পরিষদের সভাপতি প্রকৌশলী জোবায়ের হোসেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব প্রমূখ। পরে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআনখানি, দোয়া মাহফিল, শিক্ষার্থীদের মধ্যে প্রবন্ধ ও শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিকেলে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ত্রিশাল সরকারি নজরুল কলেজ মাঠে আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম মোঃ শামসুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সাংসদ আবদুল মতিন সরকার, জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দিন, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, সাবেক যুগ্ন-আহবায়ক শোভা মিয়া আকন্দ, জিয়াউল হক সবুজ, আশরাফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, মাহমুদা খানম রুমা, যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম সরকার জুয়েল, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা ও সেচ্ছাসেবকলীগ সভাপতি ইব্রাহিম খলিল নয়ন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন।