সংবাদ শিরোনাম :
বঙ্গবন্ধু – জাতির পিতা !!

দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ০৫:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ৩৬৫ বার পড়া হয়েছে

আতিকুল ইসলাম জাকারিয়া’র কবিতা
বঙ্গবন্ধু – জাতির পিতা
যাঁর ডাকে লক্ষ লক্ষ জনতা–
মাতৃভূমিকে শত্রু মুক্ত করতে
সারা দিয়েছিল দ্বিধাহীন চিত্তে
গড়ে তুলেছিল দুর্গ স্ব-মহত্তে।
ঝাঁপিয়ে পড়েছিল শত্রুর বিরুদ্ধে
ছিনিয়ে এনেছিল স্বাধীনতা
সুদীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে।
বঙ্গবন্ধু – জাতির পিতা
যাঁর জন্য পেলাম স্বাধীনতা
৭৫’র ১৫ আগস্ট কালো রাতে–
৭১’র পরাজিত অপশক্তির কাছে
তিনি হলেন মূল টার্গেট।
সেদিন কেঁড়ে নিল তাঁর প্রাণ
হায়েনাদের নিষ্ঠুর বুলেট।
বঙ্গবন্ধু – জাতির পিতা
যিনি কভু ভাবেননি নিজের কথা
দেশের জন্যে, মানুষের কল্যাণে
লড়াই করেছেন আজীবন।
যতদিন থাকবে বাংলাদেশ
অটুট থাকবে স্বাধীনতার ইতিহাস।
যেখানে বঙ্গবন্ধু থাকবেন —
বাঙালি জাতির হৃদয় মন্দিরে
জন্ম-জন্মান্তরে ; জাতির পিতা হয়ে।।
লেখকঃ-
সাধারণ সম্পাদক
বাংলাদেশ কৃষকলীগ
ভালুকা উপজেলা শাখা।
ট্যাগস :