মঠবাড়িয়ায় অসহায়দের মাঝে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান
- আপলোড সময়: ০৫:৩৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
- / ২৯৩ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরের মঠবাড়িয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবা সংস্থার উদ্যোগে উপজেলার নলী তুলাতলা গ্রামের মুন্নি আক্তার পুতুল নামে অসহায় এক নারী ও কচুবাড়িয়া গ্রামের ছগির ফরাজী নামে এক ভ্যান চালককে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে মঠবাড়িয়া প্রেসক্লাবে এ অর্থ সহায়তা প্রদান হয়। অসহায়দের মাঝে অর্থ বিতরণ করেন মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান শরীফ ও মানব সেবা সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ কামরুল বেপারী প্রমুখ। সংস্থার প্রতিষ্ঠাতা কামরুল বেপারী জানান, প্রত্যেককে চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি প্রবাসী মোঃ সুমন হাওলাদার, সহ-সভাপতি মোঃ নীরব ছগির মোল্লা, মোঃ মুছা আকন, মোঃ নুর নবী ফরাজী, মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সোহেল জামদ্দার ও দপ্তর সম্পাদক মোঃ শাওন বিশ্বাস এ অর্থ প্রদান করেন। উল্লেখ্য, অসহায় মুন্নি আক্তার পুতুলকে এর আগেও চিকিৎসার জন্য ১০ হাজার টাকা প্রদান করে মানব সেবা সংস্থা।