মুসা মিয়া,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ-দিনাজপুরের হিলিতে জাতীয় পরিচয়পত্র ও পিএসসির সনদ জালিয়াতি করার দায়ে 'মা ফটোস্ট্যাট এন্ড কম্পিউটার' দোকান মালিক এবং বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা কামাল এবং দোকানের কর্মচারী আব্দুল ওয়াহাবকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার (৯ আগস্ট) দুপুরে বাংলাহিলি বাজারের মা ফটোস্ট্যাট এন্ড কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম তাদের এই কারাদন্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, হিলি বাজারে মা ফটোস্ট্যান্ট এন্ড কম্পিউটার দোকানে ভোটার আইডি কার্ড ও পিএসসি সনদ জালিয়াতি করা হচ্ছে এমন খবর পাই। পরে সেই দোকানে অভিযান চালিয়ে এসবের সত্যতা পাওয়ায় দোকানের মালিক ও কর্মচারীকে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সেই সাথে দোকান থেকে কম্পিউটারটি জব্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.