মঠবাড়িয়ায় দুই শতাধিক অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ
- আপলোড সময়: ১২:৩১:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২
- / ২০৪ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুরের মঠবাড়িয়ায় নিন্ম আয়ের দুই শতাধিক নারী-পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। স্থানীয় একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন“নিরাপদ”এর উদ্যোগে এ শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। শুক্রবার অসহায়দের মাঝে উপজেলা পরিষদ মিলনায়তনে এ শাড়ি-লুঙ্গি বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, নিরাপদ সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান, উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক বিদ্যুৎ সাওজাল, সাংবাদিক মোস্তফা কামাল বুলেট ও নিরাপদের সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার প্রমুখ।
উল্লেখ্য, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ’ দীর্ঘদিন ধরে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান, দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের লাশ পরিবহনে সহায়তা করা, হুইল চেয়ার বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে আর্থিক সহায়তা প্রদান সহ বিভিনś সামাজিক কাজ করে আসছে।