সংবাদ শিরোনাম :
হাতিয়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ১১:৪৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
- / ৩২৭ বার পড়া হয়েছে

জিএম ইব্রাহিম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ- নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ৫০১ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। জানা যায়, বিসিজি স্টেশান হাতিয়া কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে হাতিয়ার বুড়ির চর ইউনিয়নের খবির মার্কেট সংলগ্ন একটি চায়ের দোকান এর সামনে থেকে ৫০১ পিস ইয়াবা সহ হৃদয় (২৮) কে আটক করা হয়। মাদক ব্যবসায়ী বুড়ির চর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের কালীরচর গ্রামের মোঃ নিজাম উদ্দিনের ছেলে। পরে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান পরিচালনা অব্যহত থাকবে বলে জানান হাতিয়া কোস্ট গার্ড স্টেশন কমান্ডার। এ বিষয়ে হাতিয়া থানা ওসি (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন মাদক সহ আটক হৃদয়ের বিরুদ্ধে হাতিয়া থানায় কোস্ট গার্ড বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ট্যাগস :