ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় একটি জলাশয় থেকে মোঃ মিনহাজ( ১৩) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ ।
ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের বাওয়ার মোড়ের একটি জলাশয় থেকে বুধবার (৩ আগস্ট) দুপুরে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
নিহত মিনহাজ ধীতপুর ইউনিয়নের রাজশাহী পাড়ার মৃত হাবুল মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মিনহাজ মঙ্গলবার (২ আগষ্ট) বিকাল থেকে নিখোঁজ ছিলো, বুধবার দুপুরে বাওয়ার মোড় জলাশয়ে ভাসমান লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পরে ভালুকা মডেল থানা পুশিল লাশ টি উদ্ধার করে,
লশটির সারা শরীর সাদা রং এর কাপড়ে ডাকা ছিলো, পরনে ছিলো কালো চেক শার্ট ও লুঙ্গি।
ভালুকার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে, এটি পরিকল্পিত হত্যা না কি অন্য কোনো কারণে ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.