মঠবাড়িয়ায় অজ্ঞাত রোগে আক্রান্ত তিন সন্তানের জননীকে আর্থিক সহায়তা প্রদান
- আপলোড সময়: ০৮:৫২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
- / ২৯৮ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ- পিরোজপুরের মঠবাড়িয়ার তেতুলবাড়িয়া গ্রামে অজ্ঞাত রোগে আক্রান্ত তিন সন্তানের জননী ইয়াসমিন আক্তারকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন একতা মানব সেবা ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন। মঙ্গলবার বিকেলে অসুস্থ্য ইয়াসমিন আক্তারের বাবার বাড়িতে বসে তার হাতে এ অর্থ তুলেন দেন একতা মানব সেবা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। এসময় ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ ফোরকান ফরাজী, কামাল হাওলাদার, সিনিয়র সহ সভাপতি আল আমিন সিকদার, সহ সভাপতি শিক্ষক আঃ রাľাক, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শান্ত ফরাজী, সদস্য ফেরদৌস ও ইমরান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।একতা মানব সেবা ফাউন্ডেশনের সহ-সভাপতি আঃ রাজ্জাক জানান, প্রাথমিক ভাবে ইয়াসমিনকে পনের হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে তার চিকিৎসার জন্য এ ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো সহায়তা প্রদান করা হবে।