ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী পাড়াগাঁও এলাকায় কোটি টাকা মুল্যের বনভুমি উদ্ধার করে চারা রোপণ করেছে স্থানীয় বন বিভাগ। জানা যায়, উপজেলার পাড়াগাঁও মৌজার ৩ ও ৩৭ দাগে এক একর বনভুমি উপজেলার জনৈক রশিদের দখল থেকে মঙ্গলবার (০২আগষ্ট) স্থানীয় বন বিভাগ অভিযান চালিয়ে উদ্ধার করে বিভিন্ন চারা রোপণ করে। ভালুকা রেঞ্জ কর্মকর্তা রইচ উদ্দিনের নেতৃত্বে অভিযানে অংশ নেন হবিরবাড়ী বিট কর্মকর্তা আবু হাসেম চৌধুরী। রেঞ্জ কর্মকর্তা বলেন, আমরা অভিযান চালিয়ে এক কোটি টাকা মূল্যের বন ভূমি উদ্ধার করে চারা রোপণ করেছি। দখল কারির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন, ভবিষ্যতে এরকম অভিযান অব্যাহত থাকবে এবং জবর দখলকারী যেই হোক তার কবল থেকে বনভুমি উদ্ধারে আইনগতসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.