হাতিয়ায় ছাত্র দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
- আপলোড সময়: ১১:১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
- / ২৯৪ বার পড়া হয়েছে
জিএম ইব্রাহীম, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ছাত্র দলের উদ্দেগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১২টার সময় উপজেলা সদর ওছখালী প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানী খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপি’র কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে ভোলায় পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিমের খুনিদের বিচারের দাবী, গণতন্ত্র পুনঃরুদ্ধার ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।উপজেলা ছাত্র দলের আহবায়ক আরেফিন আলী ও সদস্য সচিব রিয়াজ মাহমুদের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ম আহ্বায়ক মির্জা আরিফ, আব্দুল হালিম, জাফর উদ্দিন, আব্দুল মোমিন রকি, উপজেলা সদস্য মিজানুর রহমান, হাতিয়া পৌর ছাত্রদল সদস্য সচিব শামসুল আরিফ রুস্তম, দ্বীপ সরকারী কলেজ আহ্বায়ক আশরাফ উদ্দিন, সদস্য সচিব শরিফুল ইসলাম দুখু, যুগ্ম আহ্বায়ক বাবের উদ্দিন, ফরহাদ উদ্দিন, সাখাওয়াত হোসেন হিরো, রহমানিয়া মাদ্রাসা আহ্বায়ক নুরুল আফসার, সদস্য সচিব শাহেদুল ইসলাম, হাতিয়া ডিগ্রী কলেজ আহ্বায়ক মো. সাহেদ উদ্দিন, সদস্য সচিব আকরাম হোসেন, দারুল উলুম মাদ্রাসা ছাত্রদলের আহবায়ক তাওহীদুল ইসলাম, সদস্য সচিব মাহবুব মোর্শেদ রাসেল প্রমুখ ।