মঠবাড়িয়ায় দিনমজুর হত্যার ঘটনায় ৩য় স্ত্রী গ্রেফতার

- আপলোড সময়: ১১:১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২
- / ২২১ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর মিঠাখালী গ্রামে আবু সালেহ (৫০) নামে এক দিনমজুর হত্যার অভিযোগে তৃতীয় স্ত্রী কোকিলা বেগম (২৭) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে ভান্ডারিয়ার তেলিখালী গ্রামের একটি বাড়ি থেকে কোকিলাকে গ্রেফতারা করা হয়েছে।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম জানান, শনিবার শেষ রাতের কোন এক সময় স্বামী আবু সালেহর লাশ পাকের ঘরে ফেলে রেখে তার তৃতীয় স্ত্রী কোকিলা বেগম আতĄগোপন করেন। মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে কোকিলা বেগমের অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করা হয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের দিনমজুর আবু সালেহ নিহতের ঘটনায় তার ১ম সংসারের মেয়ে সালমা আক্তার বাদি হয়ে সৎ মা কোকিলা বেগমসহ দুইজনকে আসামী করে শনিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় কোকিলাকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, শনিবার উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের রানśা ঘর থেকে দিনমজুর আবু সালেহ ফরাজী লাশ উদ্ধার করে থানা পুলিশ। ঘটনার পর থেকে ওই দিনমজুরের তৃতীয় স্ত্রী কোকিলা বেগম পলাতক ছিল।