মুসা মিয়া,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ-দিনাজপুরের হিলিতে এক ইউপি সদস্য তার স্কুল পড়ুয়া মেয়েকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার (৩১শে জুলাই) উপজেলার বোয়ালদাড় গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড প্রদান করেন হাকিমপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোহাম্মদ নূর এ আলম। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর এ আলম জানান, বোয়ালদাড় ইউনিয়নের১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতালেব হোসেন তার ৯ম শ্রেণী পডুয়া মেয়ের গোপনে গত ১৮ তারিখে বাল্য বিয়ের আয়োজন করেন। বিষয়টি জানতে পেরে বিয়ে বন্ধ করা হয়। এরপর একইদিন গভীর রাতে গোপনে মেয়ের বাল্য বিয়ে দন। এবং বিয়ের বিষয়টি গোপন রাখেন। এরপর বিষয়টি জানতে পেরে সত্যতা যাচাইপূর্বক তাকে এ দন্ড প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.