মঠবাড়িয়ায় রান্নাঘরে দিনমজুরের লাশ: স্ত্রী পলাতক
- আপলোড সময়: ০২:৩৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
- / ২১১ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ- পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর মিঠাখালী গ্রামের রান্না ঘর থেকে আবু সালেহ ফরাজী (৫০) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে থানা পুলিশ ওই দিনমজুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করেন। এ ঘটনার পর থেকে দিনমজুরের স্ত্রী কোকিলা বেগম পলাতক রয়েছে। নিঃসন্তান নিহত ওই দিনমজুর উত্তর মিঠাখালী গ্রামের মৃত বারেক ফরাজীর ছেলে। জানা গেছে, প্রথম স্ত্রী মারা যাবার পর গত পাঁচ বছর আগে একই গ্রামের আলো ফরাজীর মেয়ে কোকিলা বেগমকে বিয়ে করেন দিনমজুর আবু সালেহ ফরাজী। এ দম্পতি নিঃসন্তান ছিলেন। সম্প্রতি দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী কোকিলা বাবার বাড়ি চলে যান। শুক্রবার স্বামী আবু সালেহ শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে আসেন। স্ত্রী বাড়িতে ফিরে দেখেন এনজিও থেকে পাওয়া একটি গাভী স্বামী তাকে না জানিয়ে বিক্রি করে দিয়েছেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। শনিবার সকালে প্রতিবেশীরা ওই দিনমজুরের লাশ রান্নাঘরে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। এদিকে, ঘটনার পর স্ত্রী কোকিলা পালিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, গ্রাবাসীদের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানাযাবে।