ময়মনসিংহ ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হাতিয়ায় চোরাই কৃত ২২ শত লিটার ডিজেল তৈল জব্দ করেছে কোস্ট গার্ড 

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৫:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
  • / ৯৩৯ বার পড়া হয়েছে

জিএম ইব্রাহীম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ঘাটে একটি ট্রলার তল্লাশি করে ২ হাজার দু’শত লিটার চোরাই ডিজেল তৈল জব্দ করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শনিবার রাতে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন,মেঘনা নদীর নলচিরা ঘাট সংলগ্ন এলাকায় ওয়েল ট্যাংকার হতে চোরাই তৈল পাচার হচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে  ঐ এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এসময় মেঘনা নদীতে নলচিরা ঘাটে সন্দেহজনক একটি ট্রলার তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ২২০০ শত লিটার (১২ ব্যারেল)চোরাই ডিজেল তৈল জব্দ করে কোস্ট গার্ড।জব্দকৃত ডিজেল তৈল গুলো উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করা হয়। এদিকে জব্দকৃত ট্রলারটি মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শাফিউল কিঞ্জল জানান,বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকা সমূহে আইনশৃঙ্খলা,জননিরাপত্তা,
জলদস্যুতা,বনদস্যুতা,ও ডাকাতি দমন,মাদক দ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি চোরাচালান রোধে কোস্ট গার্ডের এরুপ তৎপর অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

হাতিয়ায় চোরাই কৃত ২২ শত লিটার ডিজেল তৈল জব্দ করেছে কোস্ট গার্ড 

আপলোড সময়: ০৫:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২

জিএম ইব্রাহীম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ঘাটে একটি ট্রলার তল্লাশি করে ২ হাজার দু’শত লিটার চোরাই ডিজেল তৈল জব্দ করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শনিবার রাতে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন,মেঘনা নদীর নলচিরা ঘাট সংলগ্ন এলাকায় ওয়েল ট্যাংকার হতে চোরাই তৈল পাচার হচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে  ঐ এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এসময় মেঘনা নদীতে নলচিরা ঘাটে সন্দেহজনক একটি ট্রলার তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ২২০০ শত লিটার (১২ ব্যারেল)চোরাই ডিজেল তৈল জব্দ করে কোস্ট গার্ড।জব্দকৃত ডিজেল তৈল গুলো উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করা হয়। এদিকে জব্দকৃত ট্রলারটি মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শাফিউল কিঞ্জল জানান,বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকা সমূহে আইনশৃঙ্খলা,জননিরাপত্তা,
জলদস্যুতা,বনদস্যুতা,ও ডাকাতি দমন,মাদক দ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি চোরাচালান রোধে কোস্ট গার্ডের এরুপ তৎপর অভিযান অব্যাহত থাকবে।