হাতিয়ায় শিশু হাফেজার কৃতিত্ব অর্জন
- আপলোড সময়: ০২:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
- / ৩০৩ বার পড়া হয়েছে
জিএম ইব্রাহীম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ- কৈশোরেই প্রশংসনীয় কৃতিত্ব অর্জন। বাবা-মা দু’জনই কোরআনে হাফেজ। বয়স যখন ৮ বছর মাত্র ছয় মাসে ত্রিশ পারা কোরআান মজিদ মুখস্ত করে হাফেজা উপাধি পেলেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের হাফেজ আবদুল আজিজ ও হাফেজা মোসাম্মৎ ফাতেমা বেগমের মেয়ে হাফেজা মোসাম্মৎ আবেদা আকতার (৮)। বৃহস্পতিবার সকালে স্হানীয় চুনি মিয়াজী পাবলিক লাইব্রেরী উদ্দেগে কৃতিত্ব পুরস্কার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অধ্যক্ষ একেএম মানছুরুল হকের সভাপতিত্বে ও সাবেক প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রিন্সিপাল মোঃ এনামুল হক হেডমাস্টার এসএম মোজাহিদুল ইসলাম মুফতি মোস্তফা আল কাসেমী প্রমুখ। আবেদার বাবা হাফেজ আবদুল আজিজ বলেন ২১ সেপ্টেম্বর ২০২১ সালে তাঁর মেয়েকে তাদের বাড়ির পাশ্বে আহামুদা খাতুন মহিলা হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করানো হয়েছিল। ছয় মাসের মধ্যে মেয়েটি ত্রিশ পারা কোরআান মজিদ মুখস্ত করেন।