জিএম ইব্রাহীম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দ্বক্ষিনে বঙ্গোপসাগরে এক নৌকায় একদিনে এই প্রথম ধরা পড়লো ৯৯ মন রুপালি ইলিশ। জানা যায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ছোটবড় রুপালি ইলিশ। এক নৌকায় ধরা পড়েছে ছোটবড় ৯৯মন ইলিশ যার মূল্য পেয়েছে ২৩লাখ ২৬হাজার টাকা।
গতকাল সন্ধ্যায় চেয়ারম্যান ঘাঁটে নিলামে কেজি প্রতি ৫০০টাকা করে বিক্রি করেন জেলেরা। এইসময় মাছ গুলো নিলামে ক্রয় করেন মেঘনা পিশিং নামের একটি ট্রলার। নৌকার মাঝী আবুল কাশেম বলেন, মা-বাবার দোয়া নামের এই নৌকাটি গভীর রাতে মাছ ধরার জন্য সাগরে গেলে জাল পেলেন তারা, পরে জাল তুললে দেখতে পান অনেক ছোট বড় ইলিশের দৃশ্য। যা দেখে নৌকার মাঝি মাল্লাগন প্রথমে অবাক হলেও পরে তারা অনেক খুশি হন। নৌকায় থাকা এক মাল্লা বলেন, একসাথে এতো গুলো ইলিশ আমরা কখনো পাইনি।
মাছ নিয়ে চেয়ারম্যান ঘাট আসলে মাছ দেখতে জড়ো হয় অনেক মানুষ। পরে মাছ গুলো নিলামে কিনে নেন মেঘনা পিশিং মালিক। এই খবর হাতিয়ার জেলেদের মনে আশার আলো জালিছেন বলে জানান, হাতিয়া দানারদোল ঘাটের খায়ের মাঝি। তিনি বলেন আমি গত দুইবছর যাবত অনেক বেশি লোকশান গুনেছি। আশা করি আল্লাহ্ এইবছর সেই লোকশান থেকে আমাকে রক্ষা করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.