সংবাদ শিরোনাম :
হাতিয়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত

দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ১১:৩৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ২৭৬ বার পড়া হয়েছে

জিএম ইব্রাহীম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
বুধবার সকালে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্দেগে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান মহিউদ্দিন মুহিনের নেতৃত্বে একটি আনন্দ র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে পরিষদ মিলনায়তনে হাতিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্লাহ পৌর মেয়র কেএম ওবায়েদ উল্লাহ বিপ্লব সাবেক মেয়র একেএম ইউছুপ আলী উপজেলা আওয়ামী যুব লীগের আহবায়ক শাহ্ আজিজুর রহমান মিরাজ পৌর যুব লীগের সভাপতি আবদুল মালেক ও ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমূখ। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয়ের জন্মদিনের কেক কাটা হয়।
ট্যাগস :