বঙ্গোপসাগরে এক নৌকায় একদিনে ধরা পড়লো ৯৯ মন রুপালি ইলিশ
- আপলোড সময়: ০৫:৪০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ২৪১ বার পড়া হয়েছে
জিএম ইব্রাহীম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দ্বক্ষিনে বঙ্গোপসাগরে এক নৌকায় একদিনে এই প্রথম ধরা পড়লো ৯৯ মন রুপালি ইলিশ। জানা যায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ছোটবড় রুপালি ইলিশ। এক নৌকায় ধরা পড়েছে ছোটবড় ৯৯মন ইলিশ যার মূল্য পেয়েছে ২৩লাখ ২৬হাজার টাকা।গতকাল সন্ধ্যায় চেয়ারম্যান ঘাঁটে নিলামে কেজি প্রতি ৫০০টাকা করে বিক্রি করেন জেলেরা। এইসময় মাছ গুলো নিলামে ক্রয় করেন মেঘনা পিশিং নামের একটি ট্রলার। নৌকার মাঝী আবুল কাশেম বলেন, মা-বাবার দোয়া নামের এই নৌকাটি গভীর রাতে মাছ ধরার জন্য সাগরে গেলে জাল পেলেন তারা, পরে জাল তুললে দেখতে পান অনেক ছোট বড় ইলিশের দৃশ্য। যা দেখে নৌকার মাঝি মাল্লাগন প্রথমে অবাক হলেও পরে তারা অনেক খুশি হন। নৌকায় থাকা এক মাল্লা বলেন, একসাথে এতো গুলো ইলিশ আমরা কখনো পাইনি।মাছ নিয়ে চেয়ারম্যান ঘাট আসলে মাছ দেখতে জড়ো হয় অনেক মানুষ। পরে মাছ গুলো নিলামে কিনে নেন মেঘনা পিশিং মালিক। এই খবর হাতিয়ার জেলেদের মনে আশার আলো জালিছেন বলে জানান, হাতিয়া দানারদোল ঘাটের খায়ের মাঝি। তিনি বলেন আমি গত দুইবছর যাবত অনেক বেশি লোকশান গুনেছি। আশা করি আল্লাহ্ এইবছর সেই লোকশান থেকে আমাকে রক্ষা করবেন।