মঠবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পুরষ্কার বিতরণ
- আপলোড সময়: ১১:২৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
- / ১৯৪ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ- ‘‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েয়ে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুজ্জামান, মঠবাড়িয়া থানার ইন্সেপেক্টর (অপারেশন) আঃ হালিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অলী আহাদ, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান, জেলে সংগঠনের নেতা আলমগীর হোসেন, জেলে শাহ আলম, আঃ রাজ্জাক হাওলাদার ও সন্তোষ কুমার হালদার প্রমুখ। আলোচনা শেষে মৎস্যচাষী মোঃ দেলোয়ার হোসেন বাহাদুর ও মৎস্য উদ্যোক্তা মোঃ তহিদুল হককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছে পোনা অবমুক্ত করা হয়েছে।