মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়
- আপলোড সময়: ১১:৩৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
- / ১৭৮ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি:- “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদ্যাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন উপজেলা মৎস্য অধিদপ্তর।
(২৩ জুলাই) শনিবার সকালে ভালুকা উপজেলা মৎস্য অফিস কর্তৃক আয়োজিত মতবিনময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান এবারের জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপনের সপ্তাহ ব্যাপী কর্মসুচির তুলে ধরেন। এবাবের সপ্তাহ ব্যাপী কর্মসুচির মধ্যে রয়েছে র্যালী ,আলোচনাসভা, মাছের পোনা অবমুক্ত করন এবং নিরাপদ মৎস্য উৎপাদনের লক্ষ্যে প্রান্তিক চাষীদের সাথে মতবিনিময় কর্মসুচী। মতবিনিময় সভায় ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, ভালুকা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.এম জাহাঙ্গীর আলম, সাংবাদিক মোখলেছুর রহমান মনির, বরকত উল্যাহ ও আশিকুর রহমান শ্রাবনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।