ভালুকায় ড্রামট্রাক চাপায় মিল শ্রমিকের মৃত্যু
- আপলোড সময়: ১২:৪০:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
- / ২২৫ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় ড্রামট্রাকের চাপায় রাসেল (২৫) নামের এক মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর আরিফ ট্রেক্সটাইল মিলের ৭ নম্বর গেইটের সামনে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মিল শ্রমিক রাসেল উপজেলার কাশর আরিফ ট্রেক্সটাইল মিলের ৭ নম্বর গেইটের সামনে মোটর সাইকেল দিয়ে যাওয়ার সময় একটি ড্রামট্রাক ময়মনসিংহ ট-১১-০৭৮০ পিছন থেকে তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। খোঁজ পেয়ে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ সময় স্থানীয়রা ড্রামট্রাক ও চালক হবিরবাড়ীর তারা মিয়াকে আটক করে পুলিশে সুপর্দ করেন।
ভালুকা মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, চালক ও ড্রামট্রাক স্থানীয়রা আটক করলেও আপোশ মিমাংসা করে পরে নিজেরাই চালক ও ট্রাকটি ছেড়ে দেয়। এ ঘটনায় নিহতের ভাই জাহাঙ্গীর আলম বাদি হয়ে মামলা দায়ের করেছেন।