ভালুকায় বিএনপি নেতা হাবি’র স্বরণে শোক সভা মিলাদ ও দোয়া মাহফিল
- আপলোড সময়: ১২:৪২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- / ২২০ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম হাবিবুর রহমান (হাবি) এর স্বরণে শোক সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ জুলাই) বিকেলে উপজেলার সিডষ্টোর দক্ষিন বাজার আলহাজ্ব সহিদুল ইসলামের মার্কেটের সামনে উক্ত শোক সভায় হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস ছালামে’র সভাপতিত্বে নাজমুল আলম সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মুহাম্মদ মোর্শেদ আলম, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, ভালুকা উপজেলার বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহম্মেদ, আলহাজ্ব সহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম ঢালী, রুহুল আমীন, আলহাজ্ব মোঃ হাতেম খান, আলাউদ্দিন মৃধা,মনিরুজ্জামান মনির, মাওলানা মফিজুর রহমান, খলিলুর রহমান, স্কটিস গার্মেন্সের পরিচালক, মোস্তাফিজুর রহমান মামুন, মুনসুর আলী, মাহফুজ মিয়া আলম, ছাত্রনেতা শরীফ হাসান, শাকিব খান, মাহমুদুল হাসান মানিক, একরামুল হক শাহীন প্রমুখ।