জি,এম ইব্রাহীম, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ- মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আওতায় নোয়াখালীর হাতিয়া উপজেলার আরো ৯১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার এই ঘর উপহার পাচ্ছেন।
বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় হাতিয়া উপজেলা পরিষদ হল রুমে তৃতীয় পর্যায়ে উপজেলার ৯১টি ভূমিহীন পরিবারের মাঝে জমির দলিল ও পাকা ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম হোসেন, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কেপায়েত উল্ল্যাহ, বীর মুক্তযোদ্ধা কাজী আরঙ্গজেব, হাতিয়া পৌর মেয়র কেএম ওবায়েদ উল্ল্যাহ বিপ্লব, হাতিয়া থানা ওসি তদন্ত কাঞ্চন কান্তি দাস প্রমুখ। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় হয়েছে ২ লক্ষ ৬৫ হাজার টাকা।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম হোসেন জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় সঠিক ভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ওই সকল সুবিধাভোগী পরিবার নির্বাচন করা হয়। পরে উপজেলা কমিটির কঠোর তদারকির মাধ্যমে মানসম্মত ও টেকসই আধাপাকা ঘর নির্মাণ করা হয়। হাতিয়ায় সর্বমোট ৪৯৮টি ঘরের বরাদ্দ পাওয়া যায়। তারমধ্যে প্রথম ধাপে ২৪৮টি, দ্বিতীয় ধাপে ১০০টি এবং তৃতীয় ধাপে ৯১টি ঘরের কাজ সম্পন্ন করা হয়েছে। বাকী ৫৯টি ঘর নিষ্কন্টক খাস জমি পাওয়া সাপেক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্মাণ করা হবে।