মঠবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের ওপর হামলা
- আপলোড সময়: ০২:৫১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১৮৮ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ- পিরোজপুরের মঠবাড়িয়ায় সাবেক ইউপি সদস্য হানিফ মাল’র (৫৮) উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভেচকী গ্রামের বেল্লালের দোকানের সম্মুখ সড়কে এ হামলা চালিয়েছে প্রতিপক্ষ হাকিম সিকদার ও তার দলবল। পরে স্থানীয়রা উদ্ধার করে হানিফ মালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উনśত চিকিৎসার জন্য রাতেই হানিফ মালকে বরিশাল শেবাচিমে প্রেরণ করেন।
আহত হানিফ মাল জানান, ২০২০ সালে ভেচকী গ্রামে ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে মাসুম নামে এক ডাকাত নিহত হয়। হানিফ মাল ওই সময় ইউপি সদস্য থাকায় তিনি মামলার সাক্ষী হন। ওই মামলায় ভেচকী গ্রামের জাহাঙ্গীর সিকদারের পুত্র হাকিম সিকদারকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। এতে হাকিম সিকদার সাবেক ইউপি সদস্য হানিফ মালের উপর ক্ষুব্ধ হন। সম্প্রতি হাকিম সিকদার জেল থেকে মুক্তিপান। মঙ্গলবার সন্ধ্যায় একটি সালিস বৈঠক শেষে সাবেক ইউপি সদস্য হানিফ মাল বাড়িতে ফেরার পথে হাকিম সিকদার ও একই এলাকার ইউনুচ সিকদারের পুত্র মাসুম সিকদার তার উপর হামলা চালায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।