শাকিল আহমেদ পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ প্রধানমন্ত্রী কর্তৃক শুভ উদ্বোধন লক্ষ্যে রোববার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেস ব্রিফিং এ ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ নির্মাণের বিভিন্ন তথ্যাদি সাংবাদিকদের অবগত করেন উপজেলা নির্বাহী অফিসার ঊমি ভৌমিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার ও মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পল।
প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার ঊমি ভৌমিক জানান, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ২১ জুলাই আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ১০৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে নির্মিত ঘরগুলো হস্তান্তর করা হবে। এর মধ্যে মাছুয়া ইউনিয়নে ৩৫টি, সাপলেজায় ৪৭ টি, তুষখালীতে ২২টি ও আমড়াগাছিয়ায় ০৩টি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, ইতোমধ্যে গৃহ নির্মাণের সম্পনś হওয়ায় ওই সুবিধা ভোগীদের মাঝে দলিলসহ চাবি হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.