ষ্টাফ রিপোর্টারঃ– ময়মনসিংহের ভালুকায় প্রস্তাবিত ইকোপার্ক নির্মানের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে প্রকাশ্যে মাইকে সংবাদিকদের বেঁধে পেটানোর হুমকির প্রতিবাদে ভালুকা প্রেসক্লাবের আয়োজনে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সাবেক সভাপতি এসএম শাহজাহান সেলিম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ খান, এমএ মালেক খান উজ্জল, মোহাম্মদ আক্কাছ আলী, আতাউর রহমান তরফদার, শাহ মো: হাছান আলী, মোখলেছুর রহমান মনির, এমএ সামাদ, এমএ সবুর, আলমগীর হোসেন, জহিরুল ইসলাম জুয়েল, হাদিকুর রহমান হাদিস, রফিকুল ইসলাম রফিক, খলিলুর রহমান, মনির খান, শফিকুল ইসলাম সবুজ, জুনায়েদ শাহরিয়ার খান প্রমুখ।মানববন্ধনে সাংবাদিকদের বেঁধে পেটানোর নির্দেশদাতা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও সাবেক যুবলীগ নেতা রেজাউল করিম রিপনকে অভিলম্বে তাদের বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবী জানানো হয়। আর তা না হলে পরবর্তীতে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলে মানববন্ধন থেকে হোসিয়ারী দেয়া হয়। এ ঘটনায় ভালুকা মডেল থানায় সাধারণ ডায়রী করার আবেদন করা হলেও রহস্যজনক কারনে তা আমলে নেয়া হয়নি বলে বক্তারা জানান।
স্থানীয় সাংবাদিকদের মানববন্ধনের পর, গত ১৮ জুলাই ভালুকায় প্রস্তাবিত ইকোপার্ক নির্মানের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে প্রকাশ্যে মাইকে সংবাদিকদের বেঁধে পেটানোর জন্য সাংবাদিকদের বিরুদ্ধে যে বক্তব্য দেয়া হয় তার জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ভালুকা প্রেসক্লাবে উপস্থিত হয়ে দু:খ প্রকাশ করেন।