বিশেষ প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীতে প্রস্তাবিত ইকোপার্ক বন্ধের দাবীতে (১৮ জুলাই) সোমবার সকাল ১১ টায় ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের উপজেলার সীডষ্টোর বাজারে ৫/৬ হাজার নারী পুরুষ মানব বন্ধন কর্মসূচী পালন করেছে।মানব বন্ধনে এলাকার কয়েক হাজার বাড়ীঘর উচ্ছেদ থেকে রক্ষা পাওয়ার লক্ষে সরকারের কাছে দাবী জানিয়ে ঘন্টাব্যপি সিডষ্টোর বাজার বাসষ্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়,এসময় বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক জুলহাস উদ্দীন মাষ্টার, সাবেক যুবলীগ সভাপতি আবু নাঈদ, সিডষ্টোর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহাব উদ্দীন তালুকদার,মাজাহারুল ইসলাম সোহেল, হবিরবাড়ী ইউনিয়ন য়ুবলীগ সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুন, হবিরবাড়ী ইউনিয়ন সাবেক যুবলীগ সভাপতি রেজাউল করিম রিপন, বুলবুল মাষ্টার,ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুস সালাম, উপজেলা যুবদল নেতা আবু সাঈদ জুয়েল প্রমুখ।এসময় বক্তারা বলেন প্রস্তাবিত ইকোপার্ক বন্ধ না হলে পরবর্তীতে আরো কঠিন আন্দোলন করা হবে