শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুরের মঠবাড়িয়ায় সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক মানবকণ্ঠ, ঢাকা প্রতিদিন ও আজকের পরিবর্তন পত্রিকার মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাকিল আহমেদকে প্রাণনাশের হুমকির বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে মঠবাড়িয়ায় কর্মরত জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকবৃন্দ ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করেন। মানববন্ধনে মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ আরিফ-উল-হক, মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আজীম-উল-হক, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ জাহিদ উদ্দিন পলাশ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নাজমুল আহসান কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজিবর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল বুলেট ও সাধারণ সম্পাদক আঃ রহমান নোমান প্রমুখ।
উল্লেখ, গত ১৩ জুলাই একাধিক জাতীয় পত্রিকায় ‘‘মঠবাড়িয়ায় বহুতল ভবনের মলমূত্রে ৪০টি পরিবারের ঈদ উৎসব ম্লান” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষুব্দ হয়ে ভবনের মালিক মনির হোসেন ওই দিন রাতে মানবকণ্ঠের সাংবাদিক শাকিল আহমেদকে প্রাণনাশসহ বিভিনś ধরণের হুমকি প্রদান করেন। এঘটনায় পরের দিন (১৪ জুলাই) সাংবাদিক শাকিল ভবন মালিক মনিরের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এতে মনির আরো ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে ওই সাংবাদিকের বাস ভবনের সামনে গিয়ে পুনরায় হুমকি প্রদান করেন।