রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন

মঠবাড়িয়ায় বহুতল ভবনের মলমূত্রে জলাবদ্ধতা নিরসনে ব্যবসায়িদের মানববন্ধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ১০.২২ এএম
  • ২৭৮ বার পাঠিত

শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের প্রাণ কেন্দ্রে বহুতল একটি ভবনের মলমূত্র ও বৃষ্টির পানিতে গত দুই মাস ধরে স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে করে ব্যবসায়িদের বাণিজ্যে ধস নেমেছে। এর প্রতিকার চেয়ে স্থানীয় ব্যবসায়িরা বৃহস্পতিবার সকালে আহমেদ সুপার মার্কেট সম্মুখ সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানবন্ধনে আহমেদ সুপার মার্কেটসহ আশপাশের প্রায় অর্ধশত ব্যবসায়ীরা অংশ গ্রহণ করেন। এসময় মানবন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি মোঃ শাহ আলম, মোঃ মিজানুর রহমান, জাকির হোসেন ও শাহীন হাওলাদার প্রমুখ।

মানববন্ধনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা জানান, বহুতল ভবনটি থেকে বাসা বাড়ির পানি ট্রেনে নামায় ঈদ উল আযহার প্রায় দুই মাস আগ থেকে ওই পানি ট্রেন উপচে এসব ব্যবসা প্রতিষ্ঠানের সামনে স্থায়ী জলাবদ্ধতা দেখা দেয়। ফলে এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। যার ফলে ক্রেতা সাধারণ দোকানে ঢুকতে পারেনা। এনিয়ে ভবন মালিক মনির হোসেনকে কয়েক দফা বললেও তিনি কোন গুরুত্ব না দিয়ে ব্যবসায়িদের হুমকি দিয়ে আসছেন।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs