বেদখল হওয়া বনভূমি উদ্ধারে কাউকে ছাড় দেয়া হবে না———— বনমন্ত্রী
- আপলোড সময়: ০৪:৩৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / ৪০০ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ-ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি বিট এলাকায় বনের জমিতে দেশের বৃহত্তর ওই ইকোপার্ক করা হবে এবং আগামী এক বছরের মাঝে দেশে বৃহত্তর ওই পার্কের কার্যক্রম শুরু করা হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন (এমপি) বৃহষ্পতিবার (১৪ জুলাই) সকালে প্রস্তাবিত ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনয়নের প্রস্তাবিত ইকোপার্ক এলাকা পরিদর্শন করেন এবং ওই সময় উপস্থিত সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। একই সময় তিনি উপজেলার ভালুকা রেঞ্জ ও হবিরবাড়ি বিট অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ভালুকা উপজেলার সীমান্তে অবস্থিত নাছির গ্লাস কারখানা থেকে উজেলার মল্লিকবাড়ি মোড় পর্যন্ত বেদখল হওয়া বনের জমি কোনভাবেই ছাড় দেয়া হবে না এবং ভালুকা এলাকায় বিভিন্ন কারখানায় স্থাপিত ইটিপি কার্যক্রম চালু আছে কি-না তা মনিটরিংয়ের জন্য কারখানাগুলোকে সিসিটিভির আওতায় আনা হবে। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) একেএম রুহুল আমীন, ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ছালমা খাতুন, সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোহাম্মদ হারুন-অর-রশিদ, ভালুকা রেঞ্জ কর্মকর্তা রইচ উদ্দিন, উথুরা রেঞ্জ কর্মকর্তা হারুন-অর-রশিদ খান, বাপা ভালুকা আঞ্চলিক শাখার সদস্য সচিব ও ভালুকা প্রেসক্লাব সভাপতি মো. কামরুল হাসান পাঠানসহ বনবিভাগের অনান্য কর্মকর্তাগণ ওই সময় উপস্থিত ছিলেন। একই সময় উপজেলার ভরাডোবা এলাকায় স্থাপিত এক্সপেরিয়েন্স মিলের দূষিত বর্জ্যে স্থানীয় বিভিন্ন এলাকার কৃষক তাদের হাজার হাজার একর জমিতে ফসল উৎপাদন করতে না পারার বিষয়টি জেনে ব্যবস্থা নেবেন বলে মন্ত্রী জানান।