৪ কিলো নৌকা বেয়ে এসে হবিরবাড়ী উলামা কল্যাণ পরিষদের ত্রাণ গ্রহণ করেছে ৮ বছরের ‘ছালমা’
- আপলোড সময়: ০৬:৩৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / ২১২ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টার:- ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী উলামা কল্যাণ পরিষদের উদ্যোগে সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় বন্যা কবলিত বানবাসী অসহায় মানুষের মঝে প্রায় পাঁচশত (৫০০) প্যাকেট ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গত শনিবার (২ জুলাই) দিনব্যাপী সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার বিভিনś গ্রামের বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিতরন করেন হবিরবাড়ী উলামা কল্যাণ পরিষদ।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন হবিরবাড়ী উলামা কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা ইলিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ নুরুজ্জামান বাবু, মাওলান নিসার উদ্দিন জামিল উপদেষ্টা হাফেজ মাওলানা আবু রাহাত কামাল, হাফেজ মনজুর মাহমুদ, হাফেজ মাওলানা সফি উদ্দিন হাসেমী, হাফেজ মাওলানা হাবিবুল্লাহ জিহাদী, সংগঠনের সকল সদস্যবৃন্দ।
তাহিরপুরের একটি গ্রামের ছালমা নামের ৮ বছরের একটি মেয়ে ত্রাণের জন্য প্রায় ৪ কিলো নদীপথ নৌকা নিয়ে ত্রাণ বহণকারী ট্রলারের পিছু ছুটে আসে সংগঠনের সভাপতি নুরুজ্জামান বাবু জানান আমরা বাচ্ছাদের বিস্কুট ও চকলেট ভিতরণ করি এজন্য ঐ বাচ্চা সালমাকেও প্রথমে আমরা ত্রাণ দেই নাই তিনটি গ্রাম পিছুপিছু ছুটে আসে সালমা তখন আমাদের নজরে আসে সাথে সাথেই আমরা মাঝ নদীতে ট্রলার বন্ধ করে দেই এবং মাইকে ডেকে এনে তাকে তাণ সামগ্রী দেই এসময় ট্রলারে থাকা সবাই আবেগাপ্লোত হয়ে পরি। তাকে আমরা দুই প্যাকেট ত্রাণ, ৬ প্যাকেট বিস্কুট ১ বয়াম চকলেট দেই।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল প্রতি প্যাকেটে ৩ কেজি চাল, ২ কেজি পিয়াজ, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ২ প্যাকেট বিস্কুট, ৬ প্যাকেট, ওরস্যালাইন, চকলেট, এছাড়াও বিধবা ও এতিম শিশুদের নগদ অর্থ দেওয়া হয়। এসময় দুইটি মাদরাসায় ত্রাণ ও ২৫০ প্যাকেট বিস্কুট ও নগদ অর্থ দেওয়া হয়।