শাকিল আহমেদ পিরোজপুর প্রতিনিধিঃ- পিরোজপুরের মঠবাড়িয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বসত ঘরে ঢুকে রেহেনা বেগম (২৫) নাম দুই সন্তানের জননীর ওপর হামলা করেছে প্রতিপক্ষর দুলাল জমাদ্দার ও তার দলবল। পরে বাড়ির লোকজন আহত দুই সন্তানের জননী রেহেনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার মধ্যম বড় হারজী গ্রামে।
আহত সূত্রে জানাগেছে, উপজেলার মধ্যম বড় হারজী গ্রামের মৃত হোসেন আলী জমাদ্দারের পুত্র দুলালের সাথে একই এলাকার আবু বকর সিদ্দিকের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে শুক্রবার সকালে দুলাল জমাদ্দার ও তার দলবল সিদ্দিকের বসত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দুই সন্তানের জননী রেহেনাকে পিটিয়ে গুরুত্বর আহত করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.