ভালুকায় ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের ৩৫ লক্ষ টাকার এসবি বোনাসের চেক বিতরণ ও আলোচনা সভা
- আপলোড সময়: ০৬:৩৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
- / ৩৫৮ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি:- বাংলাদেশ সরকার অনুমোদিত ও নিয়ন্ত্রীত ‘ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ’র স্কয়ার মাষ্টার বাড়ী সার্ভিসিং সেল অফিস কর্তৃক আয়োজিত ৩৫ লক্ষ টাকার এস বি বোনাসের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার (১জুলাই) সকাল ১০টা থকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার স্কয়ার মাস্টার বাড়ী তেপান্তর রিসোর্ট হল রুমে কোম্পনীর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাজু আহাম্মেদ সরকারের সভাপতিত্বে ৩৫ লক্ষ টাকার এস.বি বোনাসের চেক বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিঃ এর ফাউন্ডার চেয়ারম্যান ইসহাক আলী খান পান্না, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর প্রধান নির্বাহী পরিচালক পিপলু বিশ্বাস, বিশেষ অতিথী ছিলেন কোম্পনীর সেক্রেটারি মোঃ রফিকুজ্জামান রিপু, সিনিয়র ম্যানেজার সাবিরা সুলতানা, একাউন্টিং অফিসার মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, গড়গড়িয়া মাস্টার বাড়ী সার্ভিসিং সেল কার্যালয়ের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তফা আমীন। শাহাজুল ইসলাম শান্ত, শাহ আলম আকন্দ, খালেকুজ্জামান, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম রফিক, খায়রুল ইসলাম, মুমেনা আক্তার, পারভীন, রোকসানা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সার্ভিসিং সেল এর যাবতীয় খোঁজ খবর নিয়ে কর্মী ও গ্রাহকদের সঠিক সুন্দর দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে কোম্পানীর পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা প্রদান করা হয়।