মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের ঘর তুলতে বাঁধা প্রদানের অভিযোগ
- আপলোড সময়: ০৮:৪১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
- / ২০২ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ- পিরোজপুরের মঠবাড়িয়ায় এক বীর মুক্তিযোদ্ধা পরিবারের ঘর তুলতে বাঁধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিকার চেয়ে ভুক্তভোগি বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন বলেন, তিনি ২০০৯ ও ২০১০ সালে মিরুখালী বাজারের দক্ষিণ পাশে নাপিতখালী মৌজায় গণেশ চন্দ্র হাওলাদার, মুজাহার হাওলাদার ও তোফাজ্জল হোসেন হাওলাদারের কাছ থেকে এক একর ৬১ শতক জমি সাব-কবলা মূলে ক্রয় করে ভোগ দখল করে আসছেন। ওই জমিতে তার ছেলের জন্য বসত ঘর তুলতে গেলে একই এলাকার রমনী বেপারীর ছেলে শুভ বেপারী ও তার লোকজন বসত ঘর তুলতে বাঁধা প্রদান করে আসছে। এছাড়া মুক্তিযোদ্ধার প্রায় লক্ষাধিক টাকা গাছও কেটে ফেলে। মোয়াজ্জেম হোসেন আরো বলেন, তিনি উপজেলার মিরুখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দুই বারের নির্বাচিত সদস্য। প্রতিপক্ষরা সংখ্যালঘু বিধায় বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে হয়রানী করে আসে। সংবাদ সম্মেলনে সমাজ সেবক মোঃ মজিবর রহমান ফরাজী, দলিল লেখক জমাদ্দার সিদ্দিক ও বীর মুক্তিযোদ্ধার ছোট ছেলে মোঃ নুরুল হুদা আলীম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যপারে অভিযুক্ত শুভ বেপারীর মুঠোফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।