বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৬ পূর্বাহ্ন

ভালুকায় দুর্বৃত্তদের আগুনে মাহিন্দ্র পিকআপ পুড়ে ছাই

  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুন, ২০২২, ৬.৪২ এএম
  • ২১৬ বার পাঠিত

বিশেষ প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় রাতের আঁধারে দুর্বৃত্তরা আগুন দিয়ে এক ব্যক্তির একটি মাহিন্দ্র পিকআপ পুড়ে ফেলেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার বাঁশিল গ্রামে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত পিকআপের মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার বাঁশিল গ্রামের আব্দুল জালালের ছেলে রাশেদ মিয়া এক মাস আগে ৮ লাখ টাকায় একটি মাহিন্দ্র পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৯-০৪০৫) কিনে নিজেই ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। প্রতিদিনকার মতো দিনে গাড়ি চালিয়ে শুক্রবার রাতে বাড়ির পাশে পিকআপটি রেখে ঘুমাতে যান। মধ্যরাতে বিকট শব্দে ঘুম ভাঙলে তিনি বের হয়ে দেখেন কে বা কারা গাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে।
গাড়ির মালিক রাশেদ মিয়া জানান, এক মাসও হয়নি তিনি ৮ লাখ টাকায় পিকআপটি কিনেছেন। পূর্ব সত্রুতার জের হিসেবে রাতের আঁধারে কে বা কারা তার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়ির ইঞ্জিন, বনাট, চাকা ও বাম্পারসহ সবকিছু পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। তিনি আরো জানান, ঘটনার রাতে একই গ্রামের কবির হোসেন ও কবির নামে দুই ব্যক্তিকে বাড়ির আশপাশে ঘুরাঘুরি করতে দেখা গেছে। তাদের সাথে পূর্বসত্রুতার জের থাকায় তারাই গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে পারে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, অভিযোগমূলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs