প্রকাশিত সংবাদের প্রতিবাদ !
- আপলোড সময়: ১০:৩৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / ১৪৯ বার পড়া হয়েছে
বনবিজ্ঞপ্তিঃ- গত ২১ জুন/২০২২ খ্রি: তারিখে নয়া দিগন্ত পত্রিকায় প্রচারিত“ভালুকায় বনবিভাগের জমিতে প্রাচীর উচ্ছেদের পর আবার নির্মাণ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে পরিবেশন করা হয়েছে। ভালুকা রেঞ্জের কাদিগড় বিটের অধীনে পাড়াগাও মৌজার আওলাতলী গ্রামে বন বিজ্ঞপ্তিত বনভূমিতে বনভূমি জবরদখল করে ফ্যাক্টরীর সীমানাপ্রচীর নির্মাণ করলে আমারা ইতিপূর্বে দুইবার প্রাচীরটি ভেঙ্গে গুড়িয়ে দিয়ে আইনি পদক্ষেপ গ্রহন করি এবং দুইটি (পিওআর) মামলা দায়ের করি, পরবর্তীতে আব্দুর রশিদ গং বিজ্ঞ ভালুকা সহকারী জজ আদালত ময়মনসিংহের মোকদ্দমা নং ১২৮/২২ (অন্যপ্রকার) দায়ের করেন। বিজ্ঞ আদালত স্থিতি অবস্থার আদেশ প্রদান করেন।
আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহন করছি। সংবাদে প্রকাশিত বনবিভাগের সাথে যোগাযোগ করেই কাজ করে এ কথাটি আদৌ সত্য নয়। উক্ত সংবাদে মিথ্যা ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে। উদ্দেশ্য প্রনোদিত ভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে যা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তি হীন। সংবাদটিতে বনবিভাগকে হেয় প্রতিপন্ন করার জন্যই এসব কাল্পনিক মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে ।
আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরণের বিভ্রান্তিকর সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিক মহলকে বিনীত ভাবে অনুরুধ জানাচ্ছি।
অনুরোধ ক্রমেঃ-
মোঃ ফিরোজ আল-আমিন
বিট কর্মকর্তা
কাদিগড় বন বিট
ভালুকা রেঞ্জ ,ময়মনসিংহ বনবিভাগ।