প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২২, ১২:২৪ এ.এম
পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রমাণ প্রধানমন্ত্রী: আবুল কালাম
মুক্তকণ্ঠ ডেস্কঃ- "পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রমাণ আমার কাছে আছে।"
বুধবার (১৫ জুন) একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশনে রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম আহসান এমন দাবি করেন।
তিনি আরও বলেন, ‘সেই সময়ের অনুষ্ঠানে উপস্থিত থাকা আমার চাচা তৎকালীন যোগাযোগ প্রতিমন্ত্রী আনিসুল হক চৌধুরীর ছবিও আছে।
এ সময় তিনি মির্জা ফখরুলের উদ্দেশে বলেন, ‘পদ্মা সেতুর নাকি তার ম্যাডাম (খালেদা জিয়া) ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আপনার মতো একজন সফেদ চেহারার মানুষ কী করে পদ্মা সেতু নিয়ে এই নির্লজ্জ মিথ্যাচার করেন, তা আমাদের বুঝে আসে না।’
এ সময় সংসদে তিনি সে সময়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের একটি দাওয়াত কার্ড প্রদর্শন করেন।
নিজস্ব অর্থায়নে নির্মিত এ পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর ২০০১ সালের ৪ জুলাই স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের সেই ছবিও তার কাছে আছে বলে দাবি করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.