হিলিতে চাল মজুদ ও কিটনাশক স্প্রে করায় ১ লাখ টাকা জরিমানা

- আপলোড সময়: ০১:২৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ৩০৯ বার পড়া হয়েছে

মুসা মিয়া,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ-দিনাজপুরের হিলিতে চালের গুদামে অভিযান চালিয়ে চাল মজুদ ও মানবদেহের জন্য ক্ষতিকর কীটনাশক চালে স্প্রে করার অপরাধে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। স্প্রে করা চাল ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন,হিলি স্থলবন্দরের চাল ব্যবসায়ী নবিবুল ইসলাম ভারতীয় আমদানি করা চাল বাজারে সরবরাহ না করে দীর্ঘ ৯-১০ মাস ধরে তার নিজস্ব গুদামে মজুদ করে রেখেছেন।দুপুরে এমন খবর পেয়ে হিলি স্থলবন্দরের পালপাড়া এলাকায় নবিবুলের গোডাউনে অভিযান চালানো হয়। এসময় চালের পোকা মারা জন্য মানবদেহের জন্য ক্ষতিকর কীটনাশক স্প্রে করা এবং দীর্ঘদিন ধরে চাল মজুদ করার অপরাধে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে যে চালগুলিতে কীটনাশক স্প্রে করছিলেন সেগুলো ধ্বংস করার নির্দেশনা দেওয়া হয়েছে।