শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় বাস্তবায়নকৃত রেইনওয়াটার হার্ভেষ্টার এর বৃষ্টির পানি সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের নির্দশনা নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে দিনব্যাপী কর্মশালায় ৫০ জন রেইনওয়াটার হার্ভেষ্টারের সুবিধাভোগীরা অংশ গ্রহণ করেন। এসময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সত্তার খান লিটন বৃষ্টির পানি সংগ্রহ, সংরক্ষণে বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য রাখেন। এছাড়া কর্মশালায় মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ডাঃ রুস্তম আলী ফরাজী অনার্স কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোতালেব হোসেন ও আবুল বাশার প্রমুখ।