সংবাদ শিরোনাম :
ভালুকায় জাম গাছ থেকে পড়ে মহিলার মৃত্যু

দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ১০:২৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ২৪৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় জাম গাছ থেকে পড়ে রুমানা আক্তার (৩৬) নামে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার সোয়াইল গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল গ্রামের সবুজ মিয়ার স্ত্রী রুমানা আকতার ঘটনার সময় তাদের বাড়ির পাশে জাম গাছ থেকে জাম পাড়তে উঠেন। এ সময় অসাবধানতা বশত তিনি হাত ফসকে গাছ থেকে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। খোঁজ পেয়ে পরিবারের লোকজন রুমানাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
সাবেক ইউপি সদস্য ও নিহতের চাচাতো ভাই শাহজাহান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, এ ব্যাপারে তিনি কোন খবর পাননি।
ট্যাগস :