সংবাদ শিরোনাম :
হিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্ভোধন
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ১০:৩৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ২৬৬ বার পড়া হয়েছে
মুসা মিয়া,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ-সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুরু হয়েছে। আজ বুধবার (১৫ জুন) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনও মোহাম্মদ নুর-এ আলম এ ক্যাম্পেইনের উদ্ভোধন করেন। এসময় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস, ডা. তহিদুল হাসান, সুলতান মহমুদসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস জানান, ৩টি ইউনিয়নে ও ১টি পৌর সভায় মোট ৯৭ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সের ১ হাজার ৩৭ জন শিশুকে একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯ হাজার ৯শ’ ৩৭ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
ট্যাগস :