মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

- আপলোড সময়: ০২:৩৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ২৫০ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ,মঠবাড়িয়া প্রতিনিধিঃ মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ উদ্ভাবনী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ হলো-নারী ক্ষমতায়ন, আশ্রয়ন প্রকল্প, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিডাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সবার জন্য বিদ্যুৎ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগের বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সকত। তিনি বলেন, বাংলাদেশ উনśয়নের অগ্রযাত্রায় ইতোমধ্যেই উনśয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশের পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার বিশেষ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সর্বস্তরের জনগোষ্ঠীর আর্থসামাজিক উনśয়নই শুধু নয়, এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বির্নিমান এবং সর্বোপরি এসডিজি এর লক্ষ্য অর্জনেও বিষ্ময়কর অগ্রযাত্রায় এগিয়ে চলেছে দেশ। এছাড়াও প্রজেক্টরে মঠবাড়িয়া সরকারী কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহসেনুল মান্না আলোচনা করেন। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক বলেন, যারা অর্থনীতির মূল চালিকাশক্তি তাদের সম্পৃক্ত করে উনśয়নকে তাদের কাছে নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকার গ্রহণ করেছে এসব কর্মসূচির প্রচারনা কার্যক্রম। কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, শিক্ষক প্রতিনিধি, জনপ্রতিনিধি, ইমাম সমিতির প্রতিনিধি, হিন্দুজোটের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।