বিশেষ প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি ও মূল্যহ্রাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ভালুকা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন।
সোমবার (১৩জুন) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
ভালুকা উপজেলা বিএনপির সহ সভাপতি খালেকুজ্জামান তালুকদার হুমায়ুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ মোর্শেদ আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়রপ্রার্থী-বিএনপি নেতা আলহাজ হাতেম খান, উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম ঢালী, স্বেচ্ছাসেবকদলের সাবেক আহবায়ক রূহুল আমিন, শ্রমিক দলের আহবায়ক মোঃ মনিরুজ্জামান মনির, হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, উথুরা ইউ: বিএনপির সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আইয়ুব আলী কমান্ডার, মেদুয়ারী ইউঃ বিএনপি সাধারন সম্পাদক রাজ্জাক খান, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা হাজী আব্দুর রউফ, ওলামাদল যুগ্ন আহবায়ক মাওঃ মফিজুর রহমান, পৌর শ্রমিকদলের আহবায়ক সৌমিক হাসান সোহাগ, বিএনপি নেতা মোঃ আঃ কাইয়ুম,নাজমুল আলম সোহাগ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শরীফ হাসান, আহবায়ক সদস্য হাসিব আল হানিফ, ছাত্রদল নেতা শাহরিয়ার ওলিউল্লাহ অনন্ত, ভালুকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন আহবায়ক তানভীর হাসান শান্ত, শাকিব খান প্রমূখ।বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওঃ এশফাকুর রহমান।