শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ- মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করায় পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সর্বস্তরের তাওহিদী জনতার ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে মাদ্রাসার ছাত্র শিক্ষকসহ বিভিন্ন শ্রেণির পেশার প্রায় সর্বাধিক মানুষ অংশ গ্রহণ করেন। এসময় মঠবাড়িয়া কেন্দ্রীয় মসজিদের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ নওরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ রুস্তম আলী ফরাজী, কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান, দক্ষিণ বন্দর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ শাহ জালাল, সাবেক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাবু মৃধা, বনিক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আহসান খোকা, আ’লীগ নেতা ফজলুল হক মনি, মাওলানা ওবায়েদুল্লাহ, মাওলানা মোস্তাফিজুর রহমান ও মাওলানা নেছার উদ্দিন সাইফী প্রমুখ। বক্তারা ভারতের বিজেপি’র মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমারের ফাঁসির দাবী জানান। এছাড়া ভারতীয় পন্য বর্জনের আহবান জানান।