সংবাদ শিরোনাম :
ঢাকা-কলকাতা রুটে বাস চলাচল শুরু

দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ০১:৩০:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ২৪৫ বার পড়া হয়েছে

ফারুক হাসান,বেনাপোল প্রতিনিধি। দীর্ঘদিন বন্ধ থাকার পর চাকা ঘুরলো ঢাকা-কোলকাতার মধ্যে চলাচলকারী সরাসরি বাস সার্ভিস শ্যামলী এন্টারপ্রাইজ নামক পরিবহন। প্রায় দু’বছর বন্ধ থাকার পর ২৪ জন যাত্রী নিয়ে সকাল ৭টায় ঢাকার কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে বাসটি ছেড়ে এসে দুপুর সাড়ে ৩ টার দিকে বেনাপোল চেকপোস্টে আন্তর্জাতিক বাস টার্মিনালে এসে পৌঁছায়। বহরের দ্বিতীয় বাসটি রাতে ছেড়ে ১১জুন সকালে বেনাপোল এসে পৌঁছাবে বলে শ্যামলী এন্টারপ্রাইজের বেনাপোল অফিসের ম্যানেজার বাবু রহমান জানান। এ সময় যাত্রীদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা, বেনাপোল বন্দরের উপ পরিচালক, পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
ট্যাগস :