মুসা মিয়া,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ- ভারতে বিজেপি নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে কটূক্তি করার প্রতিবাদে এবং রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানানোর দাবিতে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার হিলিবাসীর আয়োজনে জুম্মার নামাজ শেষে মাঠপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শান্তির মোড়ে সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, হিন্দ্রত্ববাদী রাষ্ট্র ভারতের ক্ষমতাসীন বিজেপি মুখপাত্র নুপুর সর্মার এমন বক্তব্য গ্রহনযোগ্য নয়, একজন মুসলামান হিসেবে আমরা তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা নুপুর সর্মার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। সেই সাথে ভারতীয় হাই কমিশনারকে ডেকে এ ঘটনার রাষ্ট্রিয় ভাবে নিন্দা জানাতে সরকারের প্রতি আহবান জানান।